খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে শক্তিশালী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মানসিকভাবে শক্তিশালী।

তিনি জানান, খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন আগামী ৮ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পাবেন।

শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর কারাগার থেকে বেরিয়ে খন্দকার মাহবুব এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। তিনি আমাদের বলেছেন, ‘আমাকে রাজনৈতিক কারণে জেলে রাখা হয়েছে, হয়তো সাজা দিয়েছে, সেখানে আমার কোনও সম্পৃক্ততা নেই। কোনও চেকে আমি সাইন করিনি। অযথা আমাকে এই সাজা দেয়া হয়েছে। আমি শারীরিকভাবে অসুস্থ।’

খালেদা জিয়ার চিকিৎসা করার দাবি করে তিনি বলেন, সাবেক এ প্রধানমন্ত্রীর সুচিকিৎসা না করানো সরকারের অমানবিক আচরণ। তিনি মনোবল হারাননি। তিনি এখনও বিশ্বাস করেন, মিথ্যা মামলায় দেয়া সাজা বাতিল হবে এবং তিনি জামিন পাবেন।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আইনজীবীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি শারীরিকভাবে অসুস্থ। জেল কর্তৃপক্ষের সুপারিশের পরেও আমরা যা জানতে পারলাম তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যাপারে সরকার গড়িমসি করছে।

রেজ্জাক খান বলেন, জেলে স্যাঁতসেঁতে পরিবেশে থাকার কারণে দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে হাইকোর্ট, এটা সর্বোচ্চ আদালতে উপস্থাপনের জন্য তিনি আমাদের বলেছেন।’

আইনজীবী জয়নাল আবেদীন বলেন, ম্যাডাম খুবই অসুস্থ। তার যে বাম হাত তিনি নাড়াতে পারেন না, তা শক্ত হয়ে গেছে এবং ঘাড়েও সমস্যা আছে। অর্থাৎ এই রকম একটি স্যাঁতসেঁতে জায়গায় বন্দী থাকা অবস্থায় যে রকম অবস্থা হয় ম্যাডামের তা-ই হয়েছে।

জয়নাল আবেদীন বলেন, আমরা আগেও বলেছি ম্যাডামের যে চিকিৎসা দরকার তা জেলখানায় সম্ভব নয়। জেল কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখেছে তার চিকিৎসার জন্য। কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এর আগে বিকাল ৪টায় খন্দকার মাহবুবসহ ৫ আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান।

সাক্ষাৎ করতে যাওয়া অন্য আইনজীবীরা হলেন, আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এ সময় কারাগারে আইনজীবীরা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে রয়েছেন বিএনপি নেত্রী।

পূর্ববর্তী নিবন্ধ বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখুন: প্রধানমন্ত্রী