পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি কোনো দিনও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি কোনো দিনও পূরণ হবে না। নির্বাচন হবে ক্ষমতাসীন দলের অধীনেই। তাতে কেউ না এলে কিছু যায় আসে না।
এর আগে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেন না বলে ঘোষণা দেন খালেদা জিয়া।
এ সময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন, সেনাবাহিনী মোতায়েন ও ভোটগ্রহণে ইভিএম ব্যবহার না করারও দাবি জানান।
খালেদা জিয়ার এসব দাবির পরিপ্রেক্ষিতেই সোমবার বাণিজ্যমন্ত্রী মন্তব্য করলেন।