খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানোয় চীনা দূতাবাসের দুঃখ প্রকাশ

পপুলার২৪নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে উপহার পাঠানো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে দুঃখ প্রকাশ করেছে চীনা দূতাবাস।

১৫ আগস্ট জন্মদিন উদযাপন করেন বেগম খালেদা জিয়া।

তার এই বিতর্কিত জন্মদিনে উপহার পাঠানোর জন্য চীনা দূতাবাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার বিতর্কিত জন্মদিনে কেন তারা উপহার পাঠিয়েছেন, চীনা দূতাবাসের কাছে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর উত্তর জানতে চাওয়া হয়েছিল।

পরে চীনা দূতাবাস থেকে জানানো হয়, জাতীয় পর্যায়ের নেতাদের জন্মদিনে তারা উপহার পাঠিয়ে থাকেন। এটা যে বিতর্কিত জন্মদিন তারা জানতেন না। এজন্য তারা দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিহতের দিন ১৫ আগস্ট বেগম খালেদা জিয়া জন্মদিন পালন করে থাকেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়ে থাকে এটা খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন নয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের মিথ্যা বলার ভালো আর্ট আছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমসজিদে বিস্ফোরণ কেন ঘটল তদন্ত চলছে : প্রধানমন্ত্রী