খালেদা জিয়ার এক্সরে রিপোর্ট কারা কর্তৃপক্ষকে হস্তান্তর

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক্সরে রিপোর্ট সিলগালা করে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

রোববার দুপুর ১টা ৫ মিনিটে সিলগালা অবস্থায় এক্সরে রিপোর্টটি কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।

বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.আবদুল্লাহ-আল-হারুন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এক্সরে রিপোর্টে কী রয়েছে সে সম্পর্কে কিছু জানাতে তিনি অগারগতা জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বর্তমানে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিএসএমএমইউতে আনা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক ও তিন সদস্যের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পাঁচ ধরনের (সার্ভিক্যাল স্পাইন, লাম্বার স্পাইন, হিপ জয়েন্ট (দুটি) ও পেলভিস) এক্সরে করানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩৮ টাকায় চাল ও ২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধসংসদ নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে সিইসি