খালেদা জিয়ার অভিযোগ গঠনের শুনানি ১৪ মার্চ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সময় আবেদনের প্রেক্ষিতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ মার্চ ধার্য করা হয়েছে।

এ মামলায় আসামি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে ওইদিন হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া জানান, আজ অভিযোগ গঠনের শুনানির ধার্য দিন ছিল। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম, আদালত তা মঞ্জুর করে ১৪ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে দুদকের সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম মামলাটি করেন।

এরপর ২০০৮ সালের ৫ মে মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারি পরিচালক এস এম সাহেদুর রহমান।

অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

পূর্ববর্তী নিবন্ধমারধরে মুক্তিযোদ্ধার মৃত্যু, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধমার্চের প্রথমার্ধেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে