খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশসহ মামলার পরবর্তী তারিখে তাকে আদালতে হাজির রাখতে নির্দেশ (পি.ডব্লিউ) দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

সোমবার এ আদেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৮ মার্চ। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লার আদালতে গুলশান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আবেদনের পর বিকেলে এ আদেশ দেয়া হয়। এছাড়াও মামলার পরবর্তী  তারিখ ২৮ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আদেশ দেয়া হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জয়নব বেগম বাসে পেট্রলবোমা হামলায় ৮ জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৪৮ জনের গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান এবং আহত হন আরও ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে ৩ জন মারা যান এবং ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়।

খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট গত ২ জানুয়ারি দাখিল করেন।

পূর্ববর্তী নিবন্ধঅসামাজিক কাজে নয়, প্রতারক চক্রের শিকার সূচনা
পরবর্তী নিবন্ধস্বজনদের সন্ধানে ইউএস-বাংলার হটলাইন ০১৭৭৭৭৭৭৭৬৬