খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়তে পারে

নিজম্ব প্রতিবেদক

বিএনপি নেত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়তে পারে।

মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়ে সোমবার (১৮ মার্চ) এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে তার ছোট ভাই শামীম ইস্কান্দার ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। আবেদনে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। পরে সেই আবেদনের বিষয়ে মতামত নিতে সেটি আইন মন্ত্রণালয় পাঠানো হয়।

তবে আইন মন্ত্রণালয়ের থেকে জানা গেছে, আগের দুটি শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর বিষয়ে মতামত আসতে পারে। আইন অনুযায়ী তাকে বিদেশে গিয়ে চিকিৎসার অনুমতি দেওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি গতকালকে (রোববার) বিদেশ থেকে এসেছি। আজকে আমি ফাইল দেখবো, তারপর এ বিষয়ে মতামত দেবো।’

মূলত আইন মন্ত্রণালয়ের মতামতের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এবার বাড়ানো হলে নয়বারের মত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়বে।

সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধমা হচ্ছেন গায়িকা লিজা
পরবর্তী নিবন্ধঅবন্তিকার আত্মহত্যা : সহকারী প্রক্টর ও সহপাঠী রিমান্ডে