পপুলার২৪নিউজ প্রতিবেদক: ব্যবসায়ীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা খাদ্য মজুত করবেন না। জনগণকে কষ্ট দেবেন না। খাদ্য নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে যথেষ্ট খাদ্য মজুত আছে।’
এছাড়া বিদেশ থেকে যারা দেশে ফিরছেন পরিবার পরিজনের স্বার্থেই তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করেন শেখ হাসিনা।
শনিবার সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় এ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইমলাম মহিউদ্দিন ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল তার উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘হাসপাতালসহ ঢাকার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে যারা কর্মরত আছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি। তাদের জন্য যথেষ্ট পরিমাণ স্যানিটাইজারের ব্যবস্থা করা হচ্ছে।’
যারা বিদেশ থেকে আসছেন তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘পরিবার-পরিজনকে বাঁচাতে তাদের স্বার্থেই আপনি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন। আপনাদের দ্বারা কেউ যেন সংক্রমিত না হয়। সে জন্য আপনাদের নিজেদেরকেই সতর্ক থাকতে হবে।’
বাজার প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ‘খাদ্যসহ অতিরিক্ত জিনিস কিনে ভীতসন্ত্রস্ত পরিবেশ তৈরি করবেন না। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করা এটা অত্যন্ত গর্হিত কাজ। এভাবে খাদ্য মজুত করলে যারা সীমিত আয়ের মানুষ তাদের জন্য খুব কষ্ট হয়। সাধারণ মানুষকে কষ্ট দেয়ার অধিকার কারও নেই।’
উল্লেখ্য, সকাল ৯টা থেকে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।