পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতির চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে ‘সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি’র ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
শহরে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবহন চলাচল বন্ধ রয়েছে। শহরতলীর কাছে পিকেটিংও দেখা যায়নি। সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির অন্য দাবিগুলো হলো তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, জনগণের ওপর হয়রানি বন্ধ, অপারেশন উত্তরণ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ১১ দফা নির্দেশনা প্রত্যাহার।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, অবরোধের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে অস্ত্রসহ আটক করা হয় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে। গত সোমবার তাঁকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী ওই অভিযান চালায়।