খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন নারী এমপি বাসন্তী চাকমা

আলমগীর হোসনে,খাগড়াছড়ি প্রতিনিধি
নতুন বছরের ১ম দিনে খাগড়াছড়িতে বই উৎসব উদযাপিত হয়েছে,ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা মাতৃভাষায় রচিত বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন । এবার ৩য় শ্রেণির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝেও মাতৃভাষায় রচিত বই তুলে দেয়া হয়।
সারা দেশের ন্যায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বই উৎসব। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের কমলছড়ি পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বই উৎসেব শিক্ষার্থীদের মাছে বই বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা। এসময় জেলা ৭০৬ টিপ্রাথমিক বিদ্যালয়ের ১ লক্ষ ১৭ হাজার ৯শ ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ৭২ হাজার ৭শ ৪৯ টি বই বিতরণ করা হয়। এছাড়া প্রাক প্রাথমিক ,১ম,২য় ও ৩য় শ্রেণির ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকমা, মারমা এবং ত্রিপুরা ৪০ হাজার ৫শ ৫৯ ছাত্রছাত্রীদের মাঝে মাতৃভাষায় প্রণীত ৯১ হাজার ৭ শ ৪টি বই বিতরণ করা হয়। নিজ ভাষায় রচিত বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

 

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিশুদের হাতে বই তুলে দিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
পরবর্তী নিবন্ধএনবিআর নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম