খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৭৪৬ জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
পার্বত্য শিক্ষার বিস্তার ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের ৭ শ ৪৬ জন শিক্ষার্থীর মাঝে শ্ক্ষিাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ সোমবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়াম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি ছাত্র ছাত্রীদের মাঝে এ শিক্ষাবৃত্তির টাকা প্রদান করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার বাসিন্দা  কলেজ ও বিশ^ বিদ্যালয়ে অধ্যয়নরত
গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গেস্ট অব অনার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অনামিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা,
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উন্নয়ন বোর্ড চেয়াম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন মেধাবী ও গরিব শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতা হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ শিক্ষাবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ নির্মানের জন্যে প্রয়োজন আলোকিত মানুষ আলোকিত মানুষই এগিয়ে চলার বাংলাদেশকে আলোকিত করবে। একটি শিক্ষিত সমাজ গড়ে উঠলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনার দিগন্ত গুলো উন্মোচিত হবে। এজন্য প্রয়োজন শিক্ষক ও অভিভাবক ও শিক্ষার্থীদের সম্বিলিত উদ্যোগ।
পূর্ববর্তী নিবন্ধমাদক মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে শিক্ষাবৃত্তি প্রদান করলেন সোনালী ব্যাংকের এমডি