খাগড়াছড়িতে গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে জেলা সদরের খবংপুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কক্ষটি ক্যান্টন এন্টারপ্রাইজের মালিকানাধীন গ্যাস সিলিন্ডারের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ভোররাতে সেখানে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় গ্যাসের বিস্ফোরণে পাকা গুদামের দেয়াল ভেঙে পড়ে এবং ছাদেও ফাটল সৃষ্টি হয়।
এ সময় গুদামে পাশে থাকা বসতবাড়ির সাত বাসিন্দা দগ্ধ হয়। দগ্ধদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, গুদামে রাখা সিলিন্ডারের গ্যাস লিক হয়ে যাওয়ায় এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার পর থেকে গুদামের মালিক পলাতক রয়েছেন।
সকালে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।