খাগড়াছড়ি বঙ্গবন্ধু আবাসন প্রকল্পের উদ্বোধন

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে বঙ্গবন্ধু আবাসন প্রকল্পের উদ্বোধন করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। আজ বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি,।খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা।
ছাড়াও মন্ত্রী খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
প্রসঙ্গত, এডিবির অর্থায়নে ৩কোটি ৫৬লক্ষ ৬৮হাজার ৫৮১টাকা ব্যয়ে নির্মিত এ আবাসন প্রকল্পে ৩৪টি বসতবাড়ি নির্মাণ করা হয়। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বিধবা, স্বামী পরিত্যক্ততা মহিলাসহ হতদরিদ্ররা পাচ্ছে এসব বাড়ি।
পূর্ববর্তী নিবন্ধজাপানে দক্ষ শ্রমিক নিয়োগে সমঝোতা
পরবর্তী নিবন্ধচীন থেকে আর কাউকে আনা হবে না: স্বাস্থ্যমন্ত্রী