খাগড়াছড়ি প্রতিনিধি
অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের কারণে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান, বেলাল হোসেন বলেন, বোয়ালখালি ছড়ার উপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির উপর অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক উঠে পড়লে সেতুর পাটাতন দেবে ট্রাকটি আটকে যায়।
এসময় কোনো হতাহত না হলেও সড়কটি সরু হওয়ার কারণে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি জাকারিয়া বলেন, “যান চলাচল দ্রুত স্বাভাবিক করার জন্য কাঠবোঝাই ট্রাক থেকে কাঠ নামানোর কাজ শুরু হয়েছে। এরপর ট্রাকটি পাটাতন থেকে তোলা হবে।
“বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করছে তবে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। বেইলি ব্রিজে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সময় লাগবে।”
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “বেইলি ব্রীজের পাটাতন দেবে যাওয়ার বিষয়টি জানা ছিল না। তবে সড়কের যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নিচ্ছি।”