খননযন্ত্রে দুর্বৃত্তদের আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগুন দিয়ে ২৬ লাখ টাকা দামের খননযন্ত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের বালুগ্রাম দক্ষিণটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

খননযন্ত্রটির মালিক সৈয়দ নুর আলম বাচ্চু বলেন, প্রত্যক্ষদর্শীরা রাতে আমার ম্যানেজার আব্দুস সামাদকে ফোনে জানান, কে বা কারা মেশিনে আগুন লাগিয়ে পালিয়ে গেছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুস সামাদ দেখতে পান, মেশিনটি সম্পূর্ণ পুড়ে গেছে।

নুর আলম বাচ্চুর ভাষ্যমতে, উপজেলার ধইনাঘাটি চরের সরকারি বালুমহালে বালু উত্তোলনের জন্য কাউসার আলী সাগর মেশিনটি ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর থেকে উপজেলার নদিয়াড়ী গ্রামের মোশারফের ছেলে সুমন আলী ফোনে তাকে অশ্লীল ভাষায় বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। মাটি কাটার ওই মেশিন বালুমহালে নিয়ে গেলে মেশিনটির ক্ষতি করা হবে বলে হুমকি দেন। সোমবার রাতে মেশিনটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

সৈয়দ নুর আলম বলেন, ‘ঘটনার পর থেকে আমি দুশ্চিন্তায় দিন পার করছি। মেশিনটির মূল্য ২৬ লাখ টাকা।’

এ ব্যাপারে অভিযুক্ত সুমন আলী বলেন, ‘আমার বিরদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তারা নিজে নিজেই আগুন দিয়ে আমার সম্মান নষ্টের চেষ্টা করছেন। আর আমি তাদের মোবাইলে গালি দিইনি।’

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধতামাবিল স্থলবন্দরে অটো এসএমএস সফটওয়্যার চালুর প্রতিবাদে ৫ দিন ধরে আমদানি বন্ধ
পরবর্তী নিবন্ধটর্নেডোর আঘাতে টেক্সাসের লণ্ডভণ্ড বহু ঘরবাড়ি-রাস্তাঘাট