নুর উদ্দিন, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে কয়লা সংগ্রহ করে চলে শতাধিক পরিবারের জীবন-জীবিকা। প্রতিদিন নদীর তীরবর্তী ঘাগটিয়া, মানিগাঁও, মারাম, বারেকের টিলাসহ অন্যান্য গ্রামের বসতিরা তাঁদের নিজ নিজ গ্রামের পাশে যাদুকাটা নদীর মধ্যস্থানের মাটি কুঁড়ে কয়লা সংগ্রহ করেন। এতে তাঁদের দৈনন্দিন সাংসারিক খরচের টাকা উপার্জন করতে সক্ষম হন।
কয়লা সংগ্রহকারীরা জানান, এই বিশাল যাদুকাটা নদীর মধ্যস্থানের মাটি কুঁড়ে বালুর স্তরের পরেই কয়লা পাওয়া যায়। এই কয়লা তিন প্রকারের হয়। দামও আলাদা আলাদা। নিম্নমানের কয়লা ৫০ কেজির বস্তায় ২২০ টাকা থেকে ২৫০ টাকা। একটু ভাল কয়লা ৩শত টাকা থেকে সাড়ে তিনশত টাকা, ভাল মানের কয়লা সর্বোচ্চ ৫ শত টাকা করে প্রতি বস্তা বিক্রি করা হয়।
বারেকের টিলা এলাকার বাসিন্দা জিন্নাতুন নেছা বলেন, যাদুকাটা নদীর মাঝখানে মাটি কুঁড়ে প্রতিদিন দেড় বস্তা কয়লা সংগ্রহ করতে পারি। বিকালে ৫০ কেজির প্রতি বস্তা বিক্রি করি ২২০ টাকা করে। এতে চলে পরিবারের ৬ জনের ভরণপোষণ। মারাম গ্রামের জহুরা বেগম বলেন, আমি প্রতিদিন ১ বস্তা সংগ্রহ করি। এতে উপার্জন হয় প্রায় ৩ শত টাকা। এই টাকা দিয়ে ৩ জনের সংসার চালাই। মানিগাঁও গ্রামের বাসিন্দা গেদা মিয়া বলেন, প্রতিদিন ২ বস্তা কয়লা সংগ্রহ করে প্রায় ৬শত টাকায় বিক্রি করি। এতে দিয়ে সংসারের খরচ চলে।
ধর্মপাশা উপজেলার কমলাকান্দা গ্রামের বাসিন্দা মকবুল হোসেন জানান, বারেকের টিলায় আত্মীয়ের বাড়িতে থেকে তিনি কয়লা সংগ্রহ করে রোজগার করেন।
কয়লা ক্রেতা রহিম উদ্দিন বলেন, আমরা কয়েকজনে এই কয়লা ডিপোতে কিনে নিয়ে যাই। পরে অন্যান্য কয়লার চালানের সাথে বিক্রি করে দেই। প্রতি বছর শুকনা মওসুমে যাদুকাটা থেকে বেশ কয়লা কিনে নিতে পারি।