কয়লা চুরির মামলার তদন্ত শেষ পর্যায়ে: দুদক চেয়ারম্যান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির মামলার তদন্ত শেষ পর্যায়ে। আমাদের কর্মকর্তারা সেখানে গেছেন, কথা বলেছেন, কাজ করছেন। শিগগিরই আদালতে এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

সোমবার দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফ.এম বেতারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা শেষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বাংলাদেশে স্বীকৃত এফএম বেতার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের হাতের পুতুল নয় পাকিস্তান: পিটিআই
পরবর্তী নিবন্ধপটুয়াখালীর ইসহাকসহ ৫ জনের ফাঁসির আদেশ