ক্লিনটন ও ওবামার অর্থনৈতিক উপদেষ্টার আত্মহত্যা

পপুলার২৪নিউজ ডেস্ক:

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টা এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির খ্যাতিমান অধ্যাপক অ্যালান ক্রুগার (৫৮) আত্মহত্যা করেছেন।

তার পরিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও ক্রুগারের মৃত্যুর কারণ ও ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর নিউইয়র্ক টাইমস।

অধ্যাপক ক্রুগার ১৯৮৭ সাল থেকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে অধ্যাপনা করে আসছেন। গত সপ্তাহে তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘আয় বণ্টন ও শ্রমবাজার’ বিষয়ের ওপর বক্তৃতা করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তেমন কিছু পরিষ্কার করা হয়নি। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

আমেরিকার সর্বশেষ দুই ডেমাক্র্যাটিক প্রশাসনের সঙ্গে কাজ করেছেন ক্রুগার। প্রেসিডেন্ট ক্লিনটনের আমলে তিনি মার্কিন শ্রম মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। অন্যদিকে ওবামা প্রশাসনে তিনি হোয়াইট হাউসের অর্থনৈতিক পরিষদের প্রধান ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফার্মগেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ
পরবর্তী নিবন্ধশাহবাগ- ধানমন্ডিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ