ক্রিস্টিয়ানো রোনালদোকে নায়কোচিত বিদায় দিলো ফিফা

স্পোর্টস ডেস্ক : মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ে কেঁদে বুক ভাসালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের সবচেয়ে সম্মানজনক ট্রফি না জিতেই সম্ভবত অবসর নিতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে নায়কোচিত বিদায় দিয়েছে ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এই একটি ট্রফির শূন্যতা পূরণ করতে না পারার আক্ষেপে কাঁদলেন রোনালদো। ম্যাচের শেষ বাঁশি বাজতেই ভেঙে পড়েন সিআরসেভেন। তারপর ড্রেসিংরুমে ফেরার পথে তার চোখ বেয়ে নামতে থাকে নোনা জল।

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ডছোঁয়া ম্যাচে বদলি নামেন রোনালদো। শেষ ৩৯ মিনিট খেললেও পর্তুগালকে সমতায় ফেরাতে পারেননি। এদিন ১৯৬তম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে নেমে মিশরের বাদের আল-মুতাওয়াকে ছোঁন তিনি।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় রোনালদোর কান্না হৃদয় ছুঁয়েছে সবার। ফিফা তাকে জানিয়েছে সম্মান। বিশ্বকাপে ৮ গোল করা রোনালদোর বিশ্বমঞ্চে সেরা কয়েকটি মুহূর্ত তুলে ধরে ভিডিও পোস্ট করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ‘একটি পৌরাণিক কাহিনী, একজন কিংবদন্তি, একটা মেশিন। ধন্যবাদ, ক্রিস্টিয়ানো।’

পূর্ববর্তী নিবন্ধসুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই বছর পরও সেই ফ্ল্যাটের ভাড়াটিয়া মেলেনি
পরবর্তী নিবন্ধগাজীপুরে জনতা ব্যাংকের নতুন দুইটি শাখার উদ্বোধন