ক্যাসিয়াসের নতুন ইতিহাস

পপুলার২৪নিউজ ডেস্ক:
স্পোর্টিং লিসবনের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ইকার ক্যাসিয়াস। গোলরক্ষক হিসেবে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ আইকন।

আন্দোনি জুবিজারেতার ৯৫৯ ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছেন ক্যাসিয়াস।

সবশেষ ম্যাচে ইনজুরি সময়ে দর্শনীয় সেভে দলকে পুরো তিন পয়েন্ট এনে দেন তিনি। ঘরের মাঠে ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে পোর্তো। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭। দুই পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা বেনফিকা।

বর্ণাঢ্য ক্যারিয়ারে রিয়ালে ৭২৫, স্পেনের জার্সিতে ১৬৭ ও পোর্তোর হয়ে এখন পর্যন্ত ৬৮ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী ক্যাসিয়াস। সব মিলিয়ে ৯৬০। ২০১৫ সালের জুলাইয়ে বার্নাব্যু অধ্যায়ের (১৯৯৯-২০১৫) ইতি টেনে পর্তুগালে পাড়ি জমান বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

এদিকে গোল হজম করার পরিসংখ্যানেও জুবিজারেতার চেয়ে এগিয়ে ক্যাসিয়াস। এখন পর্যন্ত ৮৯৮ গোল হজম করেছেন তিনি। খেলোয়াড়ী জীবনে অ্যাথলেটিকো বিলবাও, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও জাতীয় দলের হয়ে ৯০৬টি গোল হজম করেন ৫৫ বছর বয়সী জুবিজারেতা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে সংঘর্ষে নারীসহ আহত ৬
পরবর্তী নিবন্ধনকিয়ার অপেক্ষায় সবাই