ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪০

 পপুলার২৪নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাণঘাতী দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

কয়েকশ লোক এখনও নিখোঁজ রয়েছেন। দাবানলে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির।

ক্যালিফোর্নিয়ার প্রশাসন এটিকে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে।

১০ হাজারেরও বেশি ফায়ার সার্ভিসকর্মী এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারের সহায়তা নিয়ে লড়াই করে যাচ্ছেন।

গত ছয় দিন ধরে চলা দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা রোসা শহর।

নিহতদের মধ্যে সোনোমা কাউন্টির রয়েছেন ২২ জন। এই কাউন্টির ২৩৫ বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ২৭ নভেম্বর
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে মামলার হুমকি