৫০তম টেস্টে তামিম – সাকিবের দুর্দান্ত ফিফটি

এটাই হলো বদলে যাওয়া বাংলাদেশ। একটা সময় ছিল যখন টপ অর্ডারের দু-তিজনের ব্যর্থতা মানে ব্যাটিং লাইনআপে মড়ক লেগে যেত। এখন দিন বদলেছে। ১০ রানে ৩ উইকেট হারানোর পর স্মরণীয় ইনিংস উপহার দিলেন জাতীয় দলের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুজনেই ক্যারিয়ারের ৫০তম টেস্টে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। জুটি ছাড়িয়েছে ১০০ রান।

তামিম ওপেনিংয়ে নামলেও রান তোলার দিকে তাকে ছাড়িয়ে যান সাকিব। পাশাপাশি গড়ে ফেলেন একটি রেকর্ড। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্টে ফিফটি করলেন তিনি। এর আগে মোহাম্মদ আশরাফুল ১২ রান করেছিলেন। সেটাই এতদিন বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ছিল।

৩ উইকেটে ৯৬ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চ শেষে ৬৫ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৭তম হাফ সেঞ্চুরি পূরণ করেন বিশ্বসেরা অল-রাউন্ডার। অন্যপ্রান্তে ধীরস্থিরভাবে অসাধারণ ব্যাটিং করছেন তামিম  ইকবাল। ৫০ রান করতে তিনি খেলেছেন ১১৯ বল। ২ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৩টি ছক্কা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ  ৩ উইকেটে ১২৮।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং শুরুতেই দুমড়ে-মুচড়ে দেন অজি পেসার প্যাট কমিন্স। দিনের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দুটি বাউন্ডারির সাহায্যে তিনি ৮ রান করেন। কমিন্সের প্রথম ওভারের পঞ্চম বলে গালিতে থাকা পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন এই তরুণ ওপেনার।

চতুর্থ ওভারে আবারো বল হাতে আসেন কমিন্স। যথারীতি তার করা পঞ্চম বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে ক্যাচ দেন ইমরুল কায়েস (০)। পরের বলেই সেই ওয়েডের গ্লাভসবন্দি হয়ে কমিন্সের তৃতীয় শিকার হন সাব্বির রহমান (০)।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৩
পরবর্তী নিবন্ধসাকিব-তামিমের শতরানের জুটি