নিজস্ব ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নৃশংস হামলার তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করা হবে। আইন প্রণেতাদের কাছে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি এতে বলেছেন, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে সন্ত্রাসী হামলার পর যে ধরণের কমিশন গঠন করা হয়েছিল, সেই মডেলের ওপর ভিত্তি করে গঠন করা হবে এই কমিশন। তিনি আরো বলেছেন, সেদিন আসলে কি ঘটেছিল আমাদেরকে তার প্রকৃত সত্য জানতে হবে। উল্লেখ্য, ওই হামলার পর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বার অভিশংসন প্রস্তাব আনা হয়। প্রতিনিধি পরিষদে তিনি অভিযুক্ত হলেও সিনেটে বেকসুর খালাস পান। তবে তার উস্কানিতে ক্যাপিটল হিলে নারকীয় তা-বলীলা চালিয়েছিল তারই সমর্থকরা এ বিষয়টিতে নিরপেক্ষ তদন্ত সমর্থন করছেন ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান। পেলোসি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাসেল হোনোরে এরই মধ্যে ক্যাপিটল হিলে হামলার পর নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছেন।
ট্রাম্পের বিষয়ে তদন্ত এবং অভিশংসন থেকে এটা পরিষ্কার হয়েছে যে, আমাদেরকে অবশ্যই জানতে হবে প্রকৃতপক্ষে কি ঘটেছিল। পেলোসি বলেন, তাই কমিশন ওই হামলার প্রকৃত ঘটনা এবং কারণ অনুসন্ধান করবে এবং রিপোর্ট দেবে। তারা তদন্ত করবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে হস্তক্ষেপের বিষয়ে, ক্যাপিটল পুলিশ ও আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার প্রস্তুতি এবং হামলায় তাদের সাড়া দেয়ার বিষয়ে।