ক্যান্সারে আক্রান্ত নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর এ খবর জানাজানি হয়। তবে দলীয় নেতারা বলছেন, কুলসুমের অসুস্থতা নিরাময়যোগ্য। খবর বিবিসির।

সুপ্রিমকোর্টের রায়ে নওয়াজ অযোগ্য ঘোষিত হওয়ার পর তার শূন্য আসনে লড়ছেন কুলসুম।

আগামী ১৭ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো কোনো মহল বলছে, কুলসুম জয়ী হলে তাকে প্রধানমন্ত্রী পদে বসানো হতে পারে। কুলসুমের পক্ষে নির্বাচনী প্রচার চালাবেন নওয়াজ দম্পতির কন্যা মরিয়ম।

১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের সামরিক অভ্যুত্থানের পর কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন কুলসুম।

১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পিএমএল-এনের প্রেসিডেন্ট ছিলেন। তবে মরিয়ম এবং কুলসুম এর আগে দেশটির কোনো নির্বাচনেই অংশ নেননি।

পূর্ববর্তী নিবন্ধপহেলা নভেম্বর থেকে শুরু জেএসসি-জেডিসি পরীক্ষা
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির পরিবর্তে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ