বিনোদন ডেস্ক:
স্তন ক্যানসারে আক্রান্ত বলিউড তারকা হিনা খান। মারণরোগটি ধরা পড়ার পরও একটুও বিচলিত নন তিনি। লড়াই করে যাচ্ছেন সাহস নিয়ে। জীবনের আনন্দ-উৎসবগুলোও তিনি উপভোগ করছেন নিজের মতো করে। ফ্যাশন শো, ফটোশুট- সব কিছুতেই তাকে দেখা যাচ্ছে সরব।
এমনকি নিজের ধর্ম পালনেও বিরত নন হিনা। নিয়মিতই রোজা পালন করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘রমজান মুবারক। আমাকে কেমন লাগছে? প্রথমদিনের সেহরি থেকে ইফতার পর্যন্ত আমার যাত্রা। আলহামদুলিল্লাহ। সকলের দোয়া কামনা করছি।’
হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুর হাতে ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইফতার জন্য প্রস্তুত!’
সালোয়ার-কামিজ পরা তার ছবিটি ভক্তদের নজর কেড়েছে। ঘর সাজাতে নিজের হাতে ফুল নিয়ে টেবিলে বাহারি খাবার সাজানোর মুহূর্তও শেয়ার করেন অভিনেত্রী। তার মায়ের সঙ্গে ইফতার করার ছবির মাধ্যমে হিনা তার অনুরাগীদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন।
কেবল ইফতার নয়, নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চাও চালিয়ে যাচ্ছেন হিনা। রোজা রাখার মধ্যেও স্বাস্থ্য সচেতন তিনি। এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি আমার ডেইলি রুটিন মেনে চলার চেষ্টা করছি। ধীরে ধীরে জীবনের মূল স্রোতে ফিরতে চাই। রমজানের প্রথম দিন…তোমরা কেমন আছো?’
হিনা যে কঠিন পথ অতিক্রম করেছেন তা সহজ ছিল না। অস্ত্রোপচারের পর হাঁটতেও পারতেন না। কিন্তু ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে তা কাটিয়ে উঠেছেন।