ক্যাচ মিসের মহড়ায় টাইগাররা

পপুলার২৪নিউজ ডেস্ক:
টাইগার ব্যাটসম্যানদের কল্যাণে প্রথম ও দ্বিতীয় দিনটি নিজেদের হওয়ার মতো তৃতীয় দিনও হতে পারতো সফরকারীদের। যদি না পাঁচ-পাঁচটি সুযোগ মিস হতো।

প্রথম সুযোগটি ছিল তাসকিন আহমেদের বলে। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন তরুণ ফাস্ট বোলার। তৃতীয় স্লিপে সহজ ক্যাচ ছেড়ে দেন সেরা ফিল্ডার সাব্বির রহমান।

পরে নিউজিল্যান্ড দলের সেঞ্চুরিয়ান ল্যাথাম সুযোগ দিয়েছিলেন ৮৩ রানে। লং লেগ থেকে ছুটে বলের কাছে যেতে পারেননি সাকিব আল হাসান। বোলার দুর্ভাগা সেই তাসকিন!

খানিক পরেই মিরাজের বলে হেনরি নিকোলসের ব্যাটের কানায় লাগা বল মিস করেন তামিম।

এই ব্যাটসম্যান সুযোগ দিয়েছিলেন আরও দুটি। শেষ বিকেলে শুভাশীষের বলে স্লিপে দুরূহ ক্যাচ হাতে জমাতে পারেননি মিরাজ। পরে মিরাজের বলে সিলি পয়েন্টে কেবল আঙুল ছোঁয়াতে পেরেছিলেন সাব্বির।

তবে সব মিলিয়ে টেস্টে অনভিজ্ঞ টাইগার পেসাররা খারাপ করেননি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়ত ফিগার আর স্কোরবোর্ডের চেহারাও থাকত আরেকটু ভালো।

তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটে ২৯২ রান করে মাঠ ছেড়েছে। ল্যাথাম ১১৯ রানে আর নিকোলস ৩৫ রানে অপরাজিত রয়েছেন। এর আগে সকালে ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকে বাংলার ব্যবহার বাড়াতে হবে:ড. মীজানুর রহমান
পরবর্তী নিবন্ধঢাকায় ডাক্তার দেখাতে এসে আত্মহত্যা