কোয়ারেন্টাইনে থাকা নারীর পোষা কুকুরকে পিটিয়ে মারলো স্বাস্থ্যকর্মী

আন্তর্জাতিক ডেস্ক : কোয়ারেন্টাইনে ছিলেন চীনের এক নারী। এসময় তার পোষা কুকুরটিকে দুই স্বাস্থ্যকর্মী পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ করেছেন তিনি। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, কুকুরটিকে নির্যাতনের ভয়াবহ দৃশ্য। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দার ঝড় বইছে।

চীনা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম উইবোতে গত ৪ মার্চ গুয়াংডং প্রদেশের ওই নারী অভিযোগ করে বলেন, তার ৩ বছর বয়সী কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছেন স্বাস্থ্যকর্মীরা। প্রমাণের জন্য তিনি ভিডিওটি শেয়ার করেন।

বন্ধুর করোনা পজিটিভ ধরা পড়ায় গত ২ মার্চ কোয়ারেন্টাইনে যান ওই নারী। এসময় তাকে তার কুকুর স্নোবলকে নিতে মানা করেন স্বাস্থ্যকর্মীরা। এরপর তিনি ভেতরে যাওয়ার পর তারা কুকুরটিকে নিয়ে যায়।

নিরীহ প্রাণীটি তাদের কোনো ক্ষতি করেনি বলেও দাবি তার। তিনি তার পোস্টে চীনা ভাষায় লিখেছেন, স্নোবল তার কাছে পরিবারের একটি অংশ।

স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে এবং ওই দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: ইয়াহু নিউজ

পূর্ববর্তী নিবন্ধখাদ্যঝুঁকিতে পড়তে পারে নিম্ন আয়ের দেশগুলো: বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধকক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু