কোহলি-পতিদারের ফিফটিতে বেঙ্গালুরুর ২২১ রানের পুঁজি

স্পোর্টস ডেস্ক

আগের দুই ম্যাচে রান পাননি বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ৩১ আর গুজরাট টাইটানসের বিপক্ষে করেছিলেন মাত্র ৭ রান। আজ সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফের জ্বলে উঠেছেন ডানহাতি তারকা ব্যাটার। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে অপরাজিত ৫৯ রানের পর আজ করেছেন ৪২ বলে ৬৭ রান।

কোহলির রানে ফেরার দিনে ৫ উইকেটে ২২১ রানের বিশাল পুঁজি গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (আরসিবি)। জিততে হলে মুম্বাইকে করতে হবে ২২২ রান।

বড় পুঁজি গড়ার পথে বেঙ্গালুরুকে সহায়তা করেছেন অধিনায়ক রাজত পতিদার। তিনি রান তুলেছেন কোহলির চেয়েও দ্রুতগতিতে। ৬৪ রানের ইনিংস খেলেছেন মাত্র ৩২ বলে।

শেষ দিকে বেঙ্গালুরুর রান বাড়িয়ে নিতে কার্যকর ভূমিকা রাখেন জিতেশ শর্মা। ১৬ বলে অপরাজিত ৪০ রান করে দারুণ ফিনিশিং দেন তিনি। এছাড়া ২২ বলে ৩৭ রান করেন দেবদূত পডিক্কেল।

মুম্বাইয়ের জার্সিতে মাঠে নেমেছেন জাসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ইনজুরিতে পড়ে ৯৩ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ডানহাতি পেসার। তবে ফেরাটা খুব বেশি ভালো হয়নি তার। ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনো উইকেট ছাড়াই ফিরতে হয়েছে বুমরাহকে।

মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও হার্দিক পান্ডিয়া।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু আজ, মাধ্যমিক খুলবে বুধবার
পরবর্তী নিবন্ধমেসি-সুয়ারেজের মিয়ামিতে খেলবেন ডি ব্রুইনা!