ইংল্যান্ডে প্রথম সেঞ্চুরি করার পর প্রশংসায় ভাসছেন বিরাট কোহলি। প্রশংসাকারী দলে রয়েছেন শোয়েব আখতারও। গত পরশু এজবাস্টন টেস্টে কোহলির সেঞ্চুরির প্রশংসা করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব বলেছেন, ‘কোহলি সারা বিশ্বের ব্যাটসম্যানদের জন্য অনুসরণযোগ্য আদর্শ।’
সারা বিশ্ব জয় করেও বিশ্বসেরার স্বীকৃতি যেন পুরোপুরি মিলছিল না কোহলির। সমালোচকদের সেই এক কথা, ইংল্যান্ডে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে কোহলিকে। এর আগে ইংল্যান্ড সফরে ১০ ইনিংসে তিনি করেছিলেন ১৩৪ রান। এবার পাঁচ টেস্ট সিরিজের প্রথম ইনিংসেই ১৪৯ করে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে রাখলেন ২৯ বছর বয়সী ভারত অধিনায়ক।
কোহলির এই লড়াকু ইনিংস দেখে সাবেক পাকিস্তান ফাস্ট বোলার টুইটারে লিখেছেন, ‘বিরাট কোহলির ব্যাটিং দেখে মনে হয়েছে, তিনি টপঅর্ডারের মতো লোয়ার অর্ডারের সঙ্গেও একই স্ট্রাইক রেটে ব্যাট করার সামর্থ্য রাখেন। আমি মনে করি, কোহলি বিশ্বের ব্যাটসম্যানদের আদর্শ।’
আগেরবার ইংল্যান্ডে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন কোহলি। সেই সফরে ১০ ইনিংসে তার স্কোর ছিল যথাক্রমে ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ ও ২০। গড় ১৩.৪০। সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়েছেন কোহলি।
শোয়েবের কথায়, ‘অসাধারণ সেঞ্চুরি। গেলবার ইংল্যান্ড সফরে শোচনীয়ভাবে ব্যর্থ। কোহলি এবার নিজের সামর্থ্য দেখিয়েছেন। এই সফরে তিনি নিজেকে ভালোভাবে প্রমাণ করে যাচ্ছেন।’ ওয়েবসাইট।