পপুলার২৪নিউজ, ফিরোজ মিয়া:
কদিন পরই কোরবানির ঈদ। অনেকের চিন্তাভাবনা প্রস্তুতি থাকে কোরবানির পশু কেনাকে ঘিরে। তবে ব্যস্ত নগরীর মানুষের জীবনকে সহজ করে দিতে আপনার ঘরেই নিয়ে এসেছে হাট। এমন অবিশ্বাস্য কাজটি সাধন করেছে ভার্চুয়াল বাজার। পুরো গরুর হাটকে নিয়ে এসেছে আপনার হাতের মুঠোয়। যানজট, দালালদের খপ্পর, বাজার অস্থিরতা কোনো কিছুই আর আপনাকে দেখতে হবে না। এসব ঝক্কি-ঝামেলা এড়িয়ে কোরবানির পশু কেনা যাচ্ছে অনলাইনে। শুধু গরু-ছাগলই নয়, আরব দেশের উটও মিলবে অনলাইনে। সব ধরনের পসরা নিয়ে জমে উঠেছে ভার্চুয়াল হাটগুলো। কেনাকাটার কাজ শেষ হলে ক্রেতার ঠিকানায় পশু পৌঁছে দেওয়ার কাজটিও করে দিচ্ছে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে অনলাইনে পশু কেনাবেচাও বেশ জমে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও পিছিয়ে নেই এই কেনাবেচা। কোরবানির পশু বিক্রির জন্য খোলা হয়েছে ওয়েবসাইট। যারা হাটের ভিড় পছন্দ করেন না, তাদের জন্য অনলাইনে কেনাকাটা দিচ্ছে দারুণ এই সুযোগ।
বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার মো. মাহবুব হাসান জানান, বিক্রয় ডটকম গত তিনবছর ধরে কোরবানির সময়ে পশু বিক্রি করছে। তিনবছরই ক্রেতার চাহিদার কারণে তাদের পশুর সংখ্যা বেড়েছে। মাহবুব হাসান বলেন, গত বছর যারা ফোন করেছিল, পশু কিনেছিল তারা এবারও আমাদের ফোন করছে। গতবারের তুলনায় এবার ক্রেতার সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি। কোরবানি উপলক্ষে অনলাইনে পশু ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, কিছুটা প্রতারিত হবার আশঙ্কা থাকলেও বেশিরভাগ ক্রেতাই সুবিধাজনক মনে করছেন এই অনলাইন হাটকে। আশার কথা হচ্ছে, পেশাদার অনলাইন বাজারগুলোর (ই-কমার্স সাইট) পাশাপাশি কেবলমাত্র ঈদকে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গড়ে উঠেছে বেশ কয়েকটি কোরবানির হাট। আর সাম্প্রতিক সময়ে অনলাইনে পশুর হাটগুলো বেশ জমজমাট। পেইজগুলোতে পশুর ছবি, বিবরণ, উচ্চতা, ওজন, দাম এবং কোন এলাকা থেকে এগুলো আনা হয়েছে সেসবও তুলে ধরা হয়। ফেসবুক ভিত্তিক পেইজ ফেসবুকে পায়েল, বিশাল গরুর হাট, বিক্রয় ডটকম, আমারদেশ ই-শপ, এখানেই ডটকম, হাটেরগরু ডটকম নামের বেশকিছু ই-কমার্স সাইট এবার গরু বিক্রি করছে এবং তাদের বিক্রয়টাও বেশ সন্তোষজনক বলেই তারা জানালেন। এদিকে এক বেসরকারি ব্যাংক কর্মকতা শাকিল আহমেদ বলেন, এবার অনলাইনে গরু কিনবো। অনেক গরুর ছবি দেখেছি।