কোম্পানীগঞ্জে মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কোম্পানীগঞ্জের পাড়–য়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজে মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ১৩৫জন ছাত্র-ছাত্রী এবং ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ২৫২জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এ বছর ১৮তম মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কন্দ্রে পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যন আব্দুল বাছির, পাড়–য়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসকের বিভাগীয় পরিচালক বাপ্পি চৌধুরী। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আমিনুর রহমান জসিম। এসময় ফরহাদ হোসেন, সুজাত হোসেন, কামরান হোসেন, শিক্ষক আবুল খায়ের, শফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধছাতকের গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি ব্যবাসীয় প্রতিষ্ঠান ভষ্মিভুত
পরবর্তী নিবন্ধযশোরে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা