পপুলার২৪নিউজ ডেস্ক:
এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমির সঙ্গে আলোচনার বিষয় প্রকাশে পুরোপুরি সদিচ্ছা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প বলেছেন, এটি প্রকাশে তাঁর ১০০ ভাগ ইচ্ছা আছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গতকাল শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, কোমি তাঁর সম্পর্কে যেসব কথা বলেছেন, এর অনেক কিছুই সত্য নয়।
ট্রাম্প এর আগে আভাস দেন, তাঁর কাছে কোমির কথোপকথনের টেপ রয়েছে। কংগ্রেসের একটি প্যানেল ট্রাম্প ও কোমির আলোচনার বিষয়ের ওই টেপ চেয়েছেন।
ট্রাম্প বলেন, সাবেক এফবিআই প্রধান যা বলেছেন, এতে সহযোগিতামূলক কিছু নেই।
গত বৃহস্পতিবার মার্কিন সিনেটের শুনানিতে কোমি অভিযোগ করেন, তাঁর সম্পর্কে ট্রাম্প নির্জলা মিথ্যা বলেছেন। ট্রাম্পের ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার গোপন আঁতাতের অভিযোগ তদন্তে মার্কিন কংগ্রেসের একাধিক কমিটি গত কয়েক মাস ধরে কাজ করছে।