‘কোনো পেশিশক্তির ওপর ভর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি’

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কোনো পেশিশক্তি বা ব্যবসায়ী সিন্ডিকেন্টের ওপর ভর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ফাওজুল কবির বলেন, বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেট দেশের মানুষকে হাতের পুতুলে পরিণত করেছিল। আমরা দেশটাকে মানুষের হাত তুলে দিতে এসেছি।

এদিকে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধজনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না: ফখরুল
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ সভা-সমাবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব