সুনামগঞ্জ প্রতিনিধি : ধান ও চালের মান নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, কোনোক্রমেই গুদামে খারাপ, ভাঙা কিংবা বিবর্ণ চাল যেন না ঢোকে সে বিষয়ে খাদ্যবিভাগের কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
সোমবার (১৬ মে) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, হাওরে অনেক জমির ধান পানিতে তলিয়ে যাওয়ায় ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার সহায়তা করবে।
তিনি বলেন, সরকার বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের সাহায্য করে এবং তাদের কাছ থেকে ঘোষণা দিয়ে দাম নির্ধারণ করে ধান কেনে। কৃষকরা যাতে বাজারে অন্যের কাছে ধান বিক্রি করে না ঠকে তাই এমনটি করা হয়। এবার ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে তা আর বাড়ানো হবে না।
মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গত এক বছর ধরে আমরা বিদেশ থেকে কোনো চাল আমদানি করিনি। আমাদের কৃষকদের উৎপাদিত ধান দিয়েই চালের চাহিদা মিটছে। সুনামগঞ্জে সম্প্রতি বোরো ফসলের কিছু ক্ষয়ক্ষতি হলেও চাষাবাদ হয়েছে অনেক বেশি। এ থেকে আমাদের ধান-চালের শক্তিশালী একটি মজুত গড়ে উঠবে। দেশে কোনোভাবেই খাদ্য সংকট তৈরি হবে না।
এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম প্রমুখ উপস্থিত ছিলেন।