কোথায় দেখবেন চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক:

মাত্র ৪দিন পরই বেজে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। ক্রিকেটবিশ্বের সেরা ৮ দলের লড়াই শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এরই মধ্যে দর্শকরা নিশ্চয়ই ভেবে নিয়েছেন, কীভাবে দেখবেন এই খেলা।

আজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যমগুলোর নাম প্রকাশ করেছে আইসিসি। সেখানেই জানানো হয়েছে, কোথায় এবং কোন মাধ্যমে খেলা দেখা যাবে।

বাংলাদেশি দর্শকরা দুটি টিভি চ্যানেল- ক্রীড়াভিত্তিক টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে ১৯ দিনের এই জমজমাট টুর্নামেন্ট দেখতে পারবেন। এছাড়া ডিজিটাল ট্রফি অ্যাপে সাবসক্রিপশন কেনার মাধ্যমে মোবাইল ফোনে সরাসরি খেলা দেখা যাবে।

ভারতে দেখা যাবে জিওস্টারে। টেলিভিশনে দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস-১৮ তে। এবার ৯টি ভাষায় ধারাভাষ্য দেবে ভারতীয় চ্যানেলগুলো। ভাষাগুলো হলো- ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়। এবারই প্রথম নেওয়া হয়েছে এমন উদ্যোগ।

পাকিস্তানের যেসব দর্শকরা মাঠে যেতে পারবেন না, তাদের জন্য দুটি টেলিভিশন- পিটিভি ও টেন স্পোর্টসে খেলা দেখানো হবে। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য মাইকো ও তামাশা অ্যাপ ব্যবহার করা যাবে।

এছাড়া বিশ্বব্যাপী ভক্তদের খেলা দেখানোর ব্যবস্থা করেছে আইসিসি। আইসিসি.টিভি (icc.tv) এর মাধ্যমে ৮০টিরও বেশি অঞ্চলে সরাসরি অডিও সম্প্রচার করা হবে। এছাড়া আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট icc-cricket.com এ বল-বাই-বল সরাসরি ধারাভাষ্য শোনা যাবে।

১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ফাইনাল ম্যাচ ৯ মার্চ। বিজয়ী দলকে দেওয়া হবে আইকনিক হোয়াইট জ্যাকেট।

পূর্ববর্তী নিবন্ধসুখবর দিলেন পরমব্রত
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মের প্রেমের ভাষা: জেন-জি রোমান্স ডিকশনারি