কোটি কোটি বই বিতরণ বিশ্বের বিস্ময়: শিক্ষামন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে একদিনেই কোটি কোটি বই বিতরণকে বিশ্বের এক বিস্ময় বলে অভিহিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আ‌জিমপুর গভর্ন‌মেন্ট গার্লস স্কুল অ্যান্ড ক‌লে‌জে পাঠ্যপুস্তক উৎসব উ‌দ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশ অবাক হয়ে যায়, আমাদের বই বিতরণের এই চিত্র দেখে। তারা জানতে চায় কীভাবে আমরা এটি করতে পারি। তারা আমাদের কাছে পরামর্শ চায়।

তিনি বলেন, ‌আমরা সব বিষয়ে এগিয়ে গেছি। নারীর ক্ষমতা কিংবা শিক্ষায় আমাদের ব্যাপক সাফল্য। পাঠ্যপুস্তক বিতরণে আমরা সবাইকে ছেড়ে গেছি।

এর আগে সকাল সোয়া ১০টায় আ‌জিমপুর গভর্ন‌মেন্ট গার্লস স্কুল অ্যান্ড ক‌লে‌জে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎস‌ব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।

স্কুল মা‌ঠে এ উৎসব আ‌য়োজ‌নে নতুন বই ও রঙিন সাজে সজ্জিত হ‌য়ে যোগ ‌দেয় রাজধানীর বি‌ভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী।

শুধু রাজধানীই নয়, দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

এবার সারা দেশে প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। এ জন্য ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক ছাপানো হয়।

পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহের কাজ করছে সরকারি প্রতিষ্ঠান জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

পূর্ববর্তী নিবন্ধকারওয়ান বাজারে বস্তির আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধবাণিজ্যমেলায় দর্শক প্রবেশ দুপুর ২টায়