কোটা আন্দোলনের ঘটনায় কোনো মামলা হতে পারে না: মোশাররফ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী আন্দোলনের কাছে মাথা নত করে কোটা পদ্ধতি তুলে নেওয়ার মাধ্যমে। অতএব এই আন্দোলনে কোনো মামলা থাকতে পারে না। যাদের নামে মামলা হয়েছে আমি অবিলম্বে তাদের নামে করা সকল মামলা তুলে নেওয়ার দাবি জানাচ্ছি।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।

খন্দকার মোশাররফ বলেন, ছাত্রলীগ নেত্রীকে তাৎক্ষণিক বহিষ্কার করার পর আবার ফুল দিয়ে বরণ করে দলে ফিরিয়ে রগ কাটাকে উৎসাহিত করেছে ছাত্রলীগের নেতারা।

তিনি বলেন, আমরা বিএনপির পক্ষ থেকে অনেক আগে দাবি জানিয়েছিলাম প্রতিবন্ধী, নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া আর কাউকে কোটা দেওয়া যাবে না। ছাত্রদেরও একই দাবি। তাই আমরা সংবাদ সম্মেলন করে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছি।

এ সময় তিনি বলেন, তারেকের সমর্থন যৌক্তিক ছিল, আজকে প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রী বাধ্য হয়ে ওই আন্দোলনের কাছে মাথানত করে পরাজয় স্বীকার করে কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, সাবেক এমপি বিলকিস ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের জন্য নওয়াজ শরীফ আজীবন নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাহসী ঘোষণায় লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ: কাদের