কোটালীপাড়ায় আট হাজার তালবীজ রোপন

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম, কুশলা ও রাধাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সড়কের দু‘পাশে বৃহস্পতিবার আট হাজার তাল বীজ রোপন করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সব তালবীজ রোপন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও বজ্রপাত রোধে তালবীজ রোপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট াফিস সূত্রে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ চেস্টা মামলা প্রত্যাহার না করায় একটি পরিবার গৃহবন্দি করেছে আসামীরা
পরবর্তী নিবন্ধকোটালীপাড়ায় ৩০ বস্তা শামুক অবমুক্ত