কোটবাড়ীতে জঙ্গি আস্তানায় ড্রোন ব্যবহার করা হচ্ছে

পপুলা২৪ নিউজ  জেলা প্রতিনিধি :
কোটবাড়ীতেও ব্যবহার করা হচ্ছে ড্রোনকুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের ড্রোন ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনী। কতজন জঙ্গি  আছে তাদের অবস্থান এবং কী পরিমাণ বিস্ফোরণে আছে সে সম্পর্কে তথ্য পেতে ড্রোন ব্যবহার করেছে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, এ অভিযানেও ড্রোন ব্যবহার করা হচ্ছে। জঙ্গিদের অবস্থান নিশ্চিত করতে আস্তানার ভেতরে ড্রোন পাঠানো হয়। আজ শুক্রবার সকাল ১১টা থেকে কোটবাড়ীর জঙ্গি আস্তানায় সোয়াট টিম অপারশেন স্ট্রাইক আউট শুরু হয়েছে। আস্তানার ভেতেন তিনটি টিয়ার সেল ছোড়া হয়েছে। এছাড়া গোলাগুলির শব্দ শোনা গেছে।

কোটবাড়ীর নির্মাণাধীণ তিনতলা বাড়ির অন্য বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির তিনতলাতেই জঙ্গি আস্তানা। বাড়ির উপরে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। অভিযান চালানোর আগে ওই এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মনতোষ মধু।

কোটবাড়ী জঙ্গি আস্তানাটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধমৌলভীবাজারের আস্তানায় গুলি-বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত
পরবর্তী নিবন্ধনিজের মাথায় গুলি চালিয়ে কনস্টেবলের আত্মহত্যা