কোকেনভর্তি বিশ্বকাপ ট্রফি জব্দ!

পপুলার২৪নিউজ ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলের আনন্দের মধ্যে কোকেনভর্তি একটি ‘বিশ্বকাপ ট্রফি’র রেপ্লিকা জব্দ করা হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের লা মাতানজা এলাকার একটি পার্টি সেন্টার থেকে এই নকল ট্রফিটি জব্দ করে দেশটির পুলিশ। খবর: ডেইলি মেইল ও দ্য ইনডিপেনডেন্টের

দেশটির পুলিশের দাবি, এটি পাচারের জন্য অন্য আরও কয়েকটি নকল ট্রফির সঙ্গে মিশিয়ে ওই পার্টি সেন্টারে রাখা হয়েছিল।

বুয়েনস আয়ারসের পুলিশের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই পার্টি সেন্টারে অভিযান চালায় পুলিশ। নকল বিশ্বকাপ ট্রফিটির ভেতরে দেড় কেজি পরিমাণ কোকেন ছাড়াও গাঁজা লুকানো ছিল। বিপুল এই মাদকের সঙ্গে ওই পার্টি সেন্টার থেকে দুটি গাড়ি, দুটি বন্দুক ও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানের পর শুক্রবার সকালে বুয়েন্স আয়ার্সের নিরাপত্তাবিষয়কমন্ত্রী ক্রিশ্চিয়ান রিতোন্দো বলেন, এটা আমরা কল্পনাও করতে পারিনি যে বিশ্বকাপ ট্রফির ভেতরে ঘৃণিত মাদক লুকানো থাকবে। এটা প্রমাণ করে ওরা (মাদক ব্যবসায়ীরা) এখন কেমন বেপরোয়া। এই মাদক পাচারকারীদের কঠিন সাজা দেয়া হবে বলে হুশিয়ারি দেন মন্ত্রী।

বুয়েনস আয়ার্সের মেয়র মাউরিসিও ম্যাক্রির বরাত দিয়ে দ্য ইনডিপেনডেন্ট জানায়, বিশ্বকাপের আনন্দকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ কোকেন পাচার করতে চেয়েছিল দুষ্কৃতকারীরা। কিন্তু সেই সুযোগ তারা পায়নি। পুলিশ তাদের ধরে ফেলেছে।

উল্লেখ্য, ২০১০ সালেও কলাম্বিয়াতে নকল বিশ্বকাপ ট্রফির ভেতরে করে কোকেন পাচারের ঘটনা ঘটেছিল।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫
পরবর্তী নিবন্ধমিয়ানমারকে আল্টিমেটাম দিল আন্তর্জাতিক আদালত