কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধ মোছা. ইদুলী বেগম পান্নার (৫০) মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইদুলী বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তিনি নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধাীন ছিলেন। এর আগে তিনজনের মৃত্যুহয়েছে। দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

মৃত ইদুলী বেগম পান্নার স্বামী মোক্তার হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর। তিনি কেরানীগঞ্জে অটোরিকশা চালান। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। তাদের তিনটি মেয়ে রয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রথমে দগ্ধ শিশু মারিয়ামের (৮) মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকানাডায় ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫