পপুলার২৪নিউজ ডেস্ক:
একজন বহিষ্কৃত ছাত্র তার স্কুলের শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে। এতে ছয় ছাত্র ও একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার কেনিয়ার উত্তরাঞ্চলীয় টুরকানার দুর্গম লোকিচোগিও শহরে এ ঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধ অবস্থায় অন্তত ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
হামলাকারী ১৭ বছরের একজন কিশোর। সে দক্ষিণ সুদান থেকে আসা একজন শরণার্থী।
২০১৩ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির হাজার হাজার শিশুর সঙ্গে হামলাকারীও কেনিয়ায় আশ্রয় নিয়েছিল। এখানে শরণার্থী শিশুরা স্কুলে পড়াশোনারও সুযোগ পাচ্ছে।
ওই কিশোরকে অত্যাধুনিক একে-৪৭ রাইফেল রাখার অভিযোগে হাজতে রাখা হয়েছিল।
শনিবারে হামলার ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তাকে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা।
২০১৩ সালের ডিসেম্বরে দক্ষিণ সুদানে সংঘর্ষ ছড়িয়ে পড়লে দেশটি থেকে প্রায় ২০ লাখ মানুষ পালিয়ে যায়। এরমধ্যে প্রায় ৭৫ হাজার শরণার্থী কেনিয়ায় বসবাস করছে।