কৃষ্ণাঙ্গ হত্যার দায় থেকে মুক্তি পাচ্ছেন দুই শ্বেতাঙ্গ পুলিশ!

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গত বছর এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার জন্য দুই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিচার বিভাগ। নগরের মেয়র বা নিহত ব্যক্তির পরিবারের কাছে এ খবর পৌঁছার আগেই বিচার বিভাগের এই সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ খবর ছড়িয়ে পড়ার পর গতকাল ঘটনাস্থলে জড়ো হতে শুরু করে লোকজন। গতকাল রাতেই নগর পুলিশের প্রধান কার্যালয়ের সামনে ছোট সমাবেশ হয়।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত বছর গ্রীষ্মে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রোগে একটি মুদি দোকানের সামনে কৃষ্ণাঙ্গ অ্যালটন স্টেরলিংকে গুলি করে হত্যা করে দুই শ্বেতাঙ্গ পুলিশ। পাঁচ সন্তানের জনক ৩৭ বছর বয়সী স্টেরলিং দোকানটির সামনে সিডি বিক্রি করছিলেন।

ওই সময় ধারাবাহিকভাবে আফ্রিকান-আমেরিকানদের বিরুদ্ধে পুলিশের গুলি করার কয়েকটি ঘটনায় পুলিশের শক্তি প্রয়োগ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে।

দুই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্তটি তখনই এল, যখন দেশটিতে নতুন সরকার এবং বিচার বিভাগের প্রধান হিসেবে অ্যাটর্নি জেনারেল জেফের সময় শুরু হয়েছে।

তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে লুইজিয়ানা অঙ্গরাজ্য ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবে না।

স্টেরলিংকে গুলি করার সময় মুঠোফোনে ধারণ করা ভিডিও চিত্র বিবিসি অনলাইনে প্রচার করা হয়। এতে দেখা যায়, দোকানের বাইরে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে লোকজনকে হুমকি দিচ্ছে—এমন অভিযোগ করে পুলিশ ডাকা হয়। ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা লাল শার্ট পরা এক ব্যক্তিকে মেঝেতে চেপে ধরেছেন। একজন কর্মকর্তা হাঁটু দিয়ে ওই ব্যক্তির হাত মেঝেতে চেপে ধরেছেন এবং তাঁর বন্দুক বের করে গুলি করছেন। ঘটনাস্থলেই স্টেরলিং মারা যান।

স্টেরলিংয়ের মৃত্যুর পর প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা সংঘাত পর্যন্ত গড়ায়। কয়েক সপ্তাহ পর্যন্ত তা চলছিল। সংঘাতের এক দিন পর মিনেসোটায় একজন কৃষ্ণাঙ্গ চালক ট্রাফিক শপে গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই সপ্তাহে ডালাসে পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়। এর দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ব্যাটন রগে তিন পুলিশ কর্মকর্তাকে অতর্কিতে হামলা চালিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় কমিউনিটিজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস স্টেরলিংয়ের মৃত্যুর ঘটনার ভিডিও চিত্রকে ‘গোলমেলে’ মন্তব্য করে তা তদন্তের নির্দেশ দেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে পুলিশের হাতে নিহত হয়েছে ১ হাজার ১৫২ জন। এর মধ্যে ৩০ শতাংশ কৃষ্ণাঙ্গ। যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার ১৩ শতাংশ কৃষ্ণাঙ্গ। ৯৭ শতাংশ ঘটনার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধশাকিবকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: বুবলী
পরবর্তী নিবন্ধআত্রাইয়ে গভীর নলকুপের গর্তে পড়ে শিশু নিহত