নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। বুধবার দুপুর দেড়টার দিকে নীলফামারী বড়মাঠে আয়োজিত মেলা উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মন্ত্রী বলেন, “আমাদের উদ্ভাবনী কৃষি প্রযুক্তি বিশ্বে সুনাম কুড়িয়েছে। সে প্রযুক্তি ব্যবহার করে বিদেশিরাও উপকৃত হচ্ছে। প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণ। প্রযুক্তির কল্যাণে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে এখন আমরা উদ্বৃত্ত খাদ্য দেশের বাইরে রপ্তানি করছি। ” এ সময় উৎপাদিত কৃষিপণ্যে সঠিক খাদ্য ও পুষ্টিমান প্রাপ্তির লক্ষ্যে প্রাকৃতিক কৃষি প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেন মন্ত্রী।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।
পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। মেলায় মোট ৫৫টি স্টল স্থান পায় বলে জানান আয়োজকরা।