কৃষি ঋনের মতো এসএমই ঋনকে গুরুত্ব দিতে হবে: গর্ভনর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ফজলে কবির বলেছেন কৃষি ঋনের মতো এসএমই ঋনকে গুরুত্ব দিতে হবে। শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। গর্ভনর বলেন, প্রতি বছর ১৮ থেকে ২০ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করলেও সবাই চাকরি পায় না। তাই তাদেরকে এসএমই ঋণ দিয়ে স্বাবলম্বী করতে এই উদ্যোগ নিয়ে আলোচনা করতে হবে। গর্ভনর বলেন, নিয়ম মেনে ঋণ বিতরণ করলে কোনো কর্মকর্তা বিপদে পড়বে না। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি আতাউর রহমান প্রধান। বক্তব্য রাখেন- চেয়ারম্যান মনজুর হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অতিরিক্ত সচিব ফজলুল হক, পরিচালক অরিজিত চৌধুরী, অধ্যাপক ড. হাসিবুর রশিদ, আব্দুল বাসেত খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালে বেল্টের বকলেসের ভেতরে আনা সোনা জব্দ
পরবর্তী নিবন্ধউইজডেনের প্রচ্ছদে বিরাট কোহলি