কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে নাইজেরিয়ায় নিহত ৮৬

নাইজেরিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে। কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্লাটু রাজ্যের পুলিশ।

কিছু গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার আদিবাসী বোরোম কৃষকরা ফুলানি পশুপালকদের ওপর হামলা চালালে পাঁচজন নিহত হয়।

পরে শনিবার প্রতিশোধ নেয়ার জন্য পশুপালকরা পাল্টা হামলা চালালে আরও বহু হতাহতের ঘটনা ঘটে। জমি নিয়ে কয়েক দশক ধরেই আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে।

রাজ্যের তিনটি অংশে কারফিউ জারি রয়েছে। রাজ্যের পুলিশ কমিশনার আন্ডি এডি জানিয়েছেন, সহিংসতার ঘটনায় ৮৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ছয়জন।

তিনি জানিয়েছেন, সহিংসতায় ৫০ বাড়ি-ঘর, ১৫টি মোটর সাইকেল এবং আরও দু’টি যানবাহন পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত ৪ 
পরবর্তী নিবন্ধঅবশেষে বরিশাল-ঝালকাঠির ৮ রুটে বাস চলাচল শুরু