পপুলার২৪নিউজ নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): হাওরাঞ্চলের কৃষকদের দুঃখ, কষ্ট ও দুর্দশা কাটছে না। ফসলহানির পর মৎস্য হারানোর আশংকায় কৃষকদের আহাজারি দিন দিন বাড়ছে। কাঁচা সবুজ ফসল পানিতে তলিয়ে যাওয়ার পর ধান গাছ পঁচে দুর্গদ্ধে এমোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে বিষক্রিয়ায় সোমবার ভোর থেকে মাছ পানিতে ভেসে উঠে মরতে শুরু করে।
চৈত্র মাসের শেষের দিকে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি হাওরে পানি প্রবেশ করে কাঁচা সবুজ ফসল পানিতে তলিয়ে যায়। এতে কৃষকদের মধ্যে বাঁচার জন্য আহাজারি শুরু হয়। আকালে পড়ে কৃষকরা গোয়ালের গরু পানির দামে বিক্রি করে বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অসময়ে ফসলহানির ঘটনায় কৃষকরা চোখে শর্ষেফুল দেখছেন। ছোট-বড় হাওর, খাল-বিলে দেশীয় প্রজাতির রুই, কাতলা, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় পোনা মাছগুলো এমোনিয়া গ্যাসে মরে যাওয়ায় হাওরবাসী নির্বাক হয়ে পড়েছেন। ছাতকের হলদিউরা গ্রামের বাসিন্দা মোজফর আলী, আনামুল হক জানান, ফসল হারানোর পর বেঁচে থাকার কিছুটা আশা ছিল হাওরের মাছ। বছরের ছয় মাস মাছ শিকার করে জীবন বাঁচাতে পারতো হাওর পাড়ের মানুষ। কিন্তু এবার ধানও গেল মাছও গেল।
কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার জানান, হাওরপাড়ের বাসিন্দার বোরো ফসল ও হাওরের মাছের ওপর নির্ভরশীল। এবারে কৃষকের ঘরে নেই ফসল। কৃষকদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন ছিল হাওরের মাছ। এবার মাছও গেল মরে। তার ওপর কাল বৈখাশী ঝড়। সব কিছু মিলে হাওরবাসীর মহাসংকটে পড়েছেন।
ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদত মোঃ লাহিন মিয়া জানান, ভাল নেই হাওর পাড়ের মানুষ। কষ্টার্জিত ফসল হারানোর শোক কাটতে না কাটতে এখন হাওরের মাছগুলো মরে যাচ্ছে। পুরো বর্ষা মৌসুম হাওরের লোকজন মাছ শিকারের মাধ্যমে তাদের সংসারের জীবিকা নির্বাহ করতে পারতো