কৃত্রিম সংকটের কারণে চালের দাম বেড়েছে : খাদ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাজারে চালের কোনো সংকট নেই, কৃত্রিম সংকটের কারণে চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মঙ্গলবার সচিবালয়ে চাল ইস্যুতে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও চাল ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।

বৈঠক খাদ্যমন্ত্রী বলেন, দেশে এখনো পর্যাপ্ত চাল মজুদ রয়েছে, সংকটের কোনো কারণ নেই। কিন্তু কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে কৃত্রিম সংকটে চালের বাজার অস্থির : অসহায় হাওরের মানুষ
পরবর্তী নিবন্ধধর্মপাশায় হাজিরা খাতায় ২ শিক্ষকের অগ্রিম স্বাক্ষর