পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে গতরাত থেকে বন্ধ হয়ে যাওয়া দেশের তিনটি নৌপথে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাইড়াকান্দি ও শরীয়তপুর-চাঁদপুর নৌ- রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরিগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
সকাল ৮ টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। তারও প্রায় দেড় ঘণ্টা পরে সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জে শিমুলিয়া-কাউড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে শরীয়তপুর (ইব্রাহিমপুর)-চাঁদপুর (হরিনা ঘাট) নৌ-রুটেও সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল রাত ১২ টার পর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এসব রুটে। দুই পারে শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে যায়। এতে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল অবর্ণনীয়।