কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো দুটি মৃত কচ্ছপ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে সৈকতের তেত্রিশকানি পয়েন্টে কচ্ছপ দুটি দেখতে পান স্থানীয়রা। তাদের ধারণা, জেলেদের জালের আঘাতে কচ্ছপ দুটির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ২০ কেজি হতে পারে। কচ্ছপ দুটির মাথায় এবং লেজের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কচ্ছপগুলো পচে সৈকত এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে।

তেত্রিশকানি এলাকার জেলে রহমান মিয়া বলেন, সাধারণত কচ্ছপ আমাদের জালে ধরা পড়লে জাল থেকে ছাড়িয়ে সমুদ্রে ফেলে দেই। কারণ, কচ্ছপ ধরা অবৈধ।

কুয়াকাটার ট্যুরিজম ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু বলেন, এর আগে কখনো মৃত কচ্ছপ ভেসে আসতে দেখিনি। মনে হচ্ছে, একটি কচ্ছপ সাত আটন দিন আগে মারা গেছে। অপরটি দু’একদিন আগে মারা যেতে পারে। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে মারা যেতে পারে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, কী কারণে কচ্ছপ দুটির মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। ঘটনাস্থলে মহিপুর বনবিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোনাইমুড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
পরবর্তী নিবন্ধইভিএম নয়, প্রয়োজনে পদত্যাগ করবেন: বিশিষ্টজনরা